APP দিয়েই বুক করা যাবে হলুদ ট্যাক্সি! নতুন উদ্যোগ নিল রাজ্যের পরিবহন দফতর 

কলকাতাকে দেশের বাকি শহরগুলোর থেকে যে যে জিনিসগুলো আলাদা করে তার মধ্যে অন্যতম শহরের হলুদ ট্যাক্সি। তিলোত্তমার রাস্তার হলুদ ট্যাক্সি মানেই একঝাঁক নস্টালজিয়া। যদিও বর্তামনে app ক্যাবের জামানায় বেশ কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছে শহরের এই ঐতিহ্যবাহী যানবাহনটি। অনেক চালকই হলুদ ট্যাক্সি ছেড়ে app ক্যাবে ঝুঁকেছেন। তবে এই প্রতিযোগিতার বাজারে ট্যাক্সিকে নতুন করে সচল রাখতে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের পরিবহন দফতর। এবার থেকে app-এর মাধ্যমে হলুদ ট্যাক্সিও বুক করা যাবে।

পরিবহন দফতরের উদ্যোগে ‘যাত্রী সাথী’ নামে একটি app চালু করা হয়েছে। যেখান থেকে হলুদ ট্যাক্সি বুক করা যাবে। আর যে কারণেই হাওড়া স্টেশনে প্রিপেড ট্যাক্সি বুথ বন্ধ করে দেওয়া হচ্ছে। যাত্রীদের সুবিধের কথা ভেবেই এই উদ্যোগ বলে দাবি রাজ্য পরিবহন দফতরের।

হাওড়া স্টেশনে যে সমস্ত যাত্রীরা নামছেন, তাঁদের হলুদ ট্যাক্সি বুক করতে হলে, এতদিন প্রিপেড ট্যাক্সি বুথ থেকে তা করতে হত। এছাড়াও app ক্যাবও ছিল। তবে এবার থেকে পরিবহন দফতর ‘যাত্রী সাথী’ নামে যে appটি চালু করেছেন তার মধ্যামেই ট্রেনে বসে কিংবা স্টেশনে দাঁড়িয়ে হলুদ ট্যাক্সি বুক করতে পারবেন যাত্রীরা। তাঁদের আর প্রিপেড ট্যাক্সি বুথে যেতে হবে না। নিজেদের স্মার্ট ফোন ‘যাত্রী সাথী’ appটি ডাউনলোড করে নিলেই হবে। এরপর বুকিং হলে ফোনে একটি ওটিপি আসবে, সেটি দেখালেই হলুদ ট্যাক্সি পাওয়া যাবে।

 

Comments are closed.