ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেল। বৈঠকের জায়গা পরিবর্তিত না হলেও তারিখ পাল্টেছে। প্রথমে ঠিক হয়েছিল ২৫-২৬ আগস্ট মুম্বাইয়ে বৈঠক হবে। তবে সে সময় জোটের অনেক নেতার সময় না হওয়ায় পরে ঠিক হয়, আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর বৈঠকটি হতে চলেছে। ২৬ টি বিরোধী দলের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। তৃতীয় বৈঠকের মূল আয়োজক এনসিপি এবং শিব সেনা।
তৃতীয় বৈঠকেও যোগ দেওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই এ’কথা জানান তৃণমূল নেত্রী। বলেন, আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর জোটের তৃতীয় বৈঠকটি হবে। বৈঠকে তিনিও যোগ দেবেন।
গত দুটি বৈঠকের মতো জোটের তৃতীয় বৈঠকেও অন্যান্য বিরোধী দলের মুখ্যমন্ত্রী সহ হেভি ওয়েট নেতৃত্ব উপস্থিত থাকবেন। দ্বিতীয় বৈঠকের পর মণিপুর ইস্যু নিয়ে লাগাতার কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে জোট। সেই সঙ্গে ২৪-এর লোকসভার লক্ষ্যে বেশ কিছু রূপরেখা স্থির করেছে। তৃতীয় বৈঠক থেকে ইন্ডিয়া জোট কী বার্তা দেয়, এখন সে দিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল।
Comments are closed.