এক সময়ে শহরের রাস্তায় দোতলা বাস দেখতে পাওয়া যেত। বর্তমানে তা উঠে গেলেও রাজ্য সরকারের পর্যটন দফতরের উদ্যোগে ট্যুরিস্টদের জন্য এখনও কয়েকটি দোতলা বাস চালানো হয়। তবে এবার দোতলা ট্রেনেরও পরিকল্পনা করেছে ভারতীয় রেল। তবে এক্ষেত্রে একটি তলায় থাকবে পণ্য এবং অন্য তলায় যাত্রীরা বসতে পারবেন। এমনই বিশেষ কিছু কোচ তৈরি করছে ভারতীয় রেল।
ভারতে এমন ট্রেন চালানোর পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। সংবাদ সংস্থা সূত্রে খবর, পঞ্জাবের কপূরথালায় রেলের কোচ ফ্যাক্টারিতে তৈরি হচ্ছে বিশেষ এই ‘কার্গো প্যাসেঞ্জার কোচ’। রেল সূত্রে খবর, পরীক্ষামূলক ভাবে প্রথম ২০ বগির দুটি এরকম ট্রেন চালানো হবে। দোতলা কোচগুলোর এক তলায় থাকবে পণ্য এবং উপরের তলায় যাত্রীরা। যাত্রীদের বসার জায়গা এবং শোয়ার জায়গাও হবে অত্যন্ত আধুনিক মানের।
রেল সূত্রে আরও খবর, এই ধরণের কোচ তৈরিতে এক একটি বগির জন্য খরচ হবে তিন কোটি টাকা। কোন রুটে ট্রেনগুলো ছুটবে প্রথমে, ভাড়া কত হবে এসব এখনও প্রকাশ্যে আনেনি রেল। তবে রেলমন্ত্রকের দাবি, এই ধরণের বিশেষ কোচের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।
Comments are closed.