দেশের যেমন জাতীয় সঙ্গীত রয়েছে, তেমনই বিভিন্ন রাজ্যেরও নিজেস্ব গান রয়েছে। এবার পশ্চিমবঙ্গের জন্যও নিজেস্ব রাজ্য সঙ্গীত তৈরি হতে চলছে বলে জানা গিয়েছে। বিভিন্ন রাজ্যের মতো জাতীয় সঙ্গীতের আদলে বাংলারও নিজেস্ব সঙ্গীত থাকুক, সোমবার বিধানসভায় এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি। তিনি বলেন, বিভিন্ন রাজ্যের নিজেস্ব গান রয়েছে, কিন্তু বাংলার কোনও নিজেস্ব সঙ্গীত নেই। পশ্চিমবঙ্গের জন্যও যদি নিজেস্ব কোনও সঙ্গীত তৈরি হয়, তাহলে ভালো হয়।
বিধানসভা সূত্রে খবর, স্পিকারের প্রস্তাবের পর ইতিমধ্যেই রাজ্যের জন্য বেশ কয়েকটি গান নিয়ে আলোচনাও শুরু হয়েছে। যদিও কোন কোন গান পছন্দের তালিকায় রয়েছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাত, মণিপুর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, পুদুচেরির মতো রাজ্যগুলোর আলাদা আলাদা রাজ্য সঙ্গীত রয়েছে। রাজ্যের ক্ষেত্রেও তেমনটাই হওয়া উচিত বলে মোত বিধানসভার স্পিকারের।
Comments are closed.