জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দিল্লি আসছেন বাইডেন; আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গেও

নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন বাইডেন। শনিবার হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে এ’কথা জানানো হয়েছে।

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলনে শুরু হতে চলেছে নয়াদিল্লিতে। বৈঠকে এ বার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, তার আগে ৮ সেপ্টেম্বর দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রনেতার ওই বৈঠকে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করা হবে বলে হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

তবে জো বাইডেন এলেও জি২০ শীর্ষ সম্মেলনে আসছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর তরফে আগেই দিল্লিকে সে কথা জানানো হয়েছিল। রুশ প্রেসিডেন্টের বদলে সম্মেলনে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ।

Comments are closed.