অনেকেই ব্যাঙ্কের চাকরি করার স্বপ্ন দেখেন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি মানে চিন্তামুক্ত ভবিষৎ। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি করতে গেলে একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। সেগুলোতে সফল হতে গেলে প্রয়োজন কঠোর প্রস্তুতি। এবার ব্যাঙ্কের পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস শুরু করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যমন্দির। সম্প্রতি বিদ্যমন্দিরের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্লেসমেন্ট সেল এবং বেসরকারি সংস্থা মহেন্দ্র এডুকেশনাল প্রাইভেট লিমিটেড একযোগে এই ক্লাসের আয়োজন করবে। পিও এবং ক্লার্ক নিয়োগ দুটি পরীক্ষার জন্যই ক্লাস হবে অনলাইনে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুষ এবং মহিলা উভয়ই এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। পাঁচ মাস ধরে চলবে এই ক্লাস। ক্লাসের জন্য আসন সংখ্যা সমীত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার অনলাইনে এই ক্লাস হবে। ক্লাসের সময়, সন্ধ্যে সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। ক্লাসের ফি ৩০০০ হাজার টাকা। বিদ্যামন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লাসের জন্য আবেদন করা যাবে।
Comments are closed.