বৃহস্পতিবার কার্যত দিনভর বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুক্রবারও সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা বিশেষ করে উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ওড়িশা উপকূল পেরিয়ে ছত্তীসগঢ়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। যার জেরে বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও শুক্রবারও দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।
ঝাড়খন্ড থেকে একটি মৌসুমী অক্ষরেখা চলে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। এটি মূলত দক্ষিণবঙ্গের ওপর দিয়েই গিয়েছে। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি চলবে বলে খবর।
Comments are closed.