উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের অবস্থান। আর যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সারাদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। কখনও ভারী বৃষ্টি, কখন মাঝারি, সকাল থেকে জেলায় জেলায় আবহাওয়ার ছবিটা এরকমই। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত অবস্থা একই রকম থাকবে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ বাংলা ও ওড়িশা উপকূলে রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে তো বটেই তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের জেলাগুলোতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলোতেও। যার জেরে তাপমাত্রাও কিছুটা কমবে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শুক্রবারও আবহাওয়ার একই অবস্থা থাকবে। এদিকে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Comments are closed.