বৃষ্টি এখনই থামছে না। বরং সপ্তাহ জুড়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপের জেরে গত কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি দীঘার ওপর দিয়ে গিয়েছে। এই কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। যার জেরেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টি চলবে।
হাওয়া অফিসের খবর, গত কয়েক দিন দফায় দফায় যেভাবে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ পরিস্থিতি তেমনটাই থাকবে। এর মধ্যেও এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি কোথাও মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্য দিকে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
Comments are closed.