আশ্বিনের শুরুতে সাদা পেঁজা তুলোর মতো মেঘের বদলে ঘন কালো আকাশ। সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। দিনভর পরিস্থিতি এমনটাই থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। আর তার ফলে একনাগাড়ে বৃষ্টি চলবে। আগামী সোমবার পর্যন্ত পরিস্থিতি এমনটাই থাকবে বলে জানানো হয়েছে। সোমবারের পরে পরে ধীরে ধীরে বৃষ্টির প্রাবল্য কমবে বলে খবর।
দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানান হয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। পাশাপাশি ফিরবে অদ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমের দিকে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে।
এদিকে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা জানান হয়েছে।
Comments are closed.