১০০ দিনের কাজের বকেয়া টাকা উদ্ধারে এবার নতুন পথ নিলেন অভিষেক ব্যানার্জি। ধরনা মঞ্চ থেকেই বিজেপির রাজ্য সভাপতির ফোন নম্বর বিলিয়ে দিয়ে তাঁর পরামর্শ, বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করে বকেয়া টাকা চাক ‘বঞ্চিত’রা।
ধর্নার তৃতীয় দিনেও রাজভবনে রয়েছেন অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার বিকেল থেকে টানা ধরনাস্থলেই রয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ওই মঞ্চ থেকেই অভিষেক ব্যানার্জি সুকান্ত মজুমদারের একটি বক্তব্যের রেকর্ড শোনান। যেখানে বালুরঘাটের বিজেপি সাংসদ বলছেন, ২ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। তিনি একটা ফোন করলেই ১০০ দিনের কাজের টাকা চলে আসবে। সেই সূত্রেই অভিষেক ব্যানার্জি এদিন বলেন, আমরা বলছি না, উনি নিজেই বলেছেন, ওনার একটা ফোনে টাকা চলে আসবে। তাই সবাইকে বলবো ওনাকে ফোন করে বলতে, যাতে উনি কেন্দ্র থেকে বাংলার বকেয়া টাকা চান। এরপরেই উপস্থিত রাজীব ব্যানার্জির উদ্দেশ্যে বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তো বিজেপিতে গেছিলেন। ওঁর কাছে সুকান্ত মজুমদারের নম্বর রয়েছে। আমি রাজীবদাকে বলব। এই নম্বর সবাইকে জানান।
এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি কলকাতায় এসেছেন। তাঁকেও কটাক্ষ করেন অভিষেক ব্যানার্জি। বলেন, নীরঞ্জন জ্যোতিকে অনুরোধ করব রাজভবনে বৈঠক করুন। আমাদের আপত্তি নেই। আপনাকে ৯৬ ঘন্টার মধ্যে মাথানত করতে হয়েছে। আজ উনি এসেছে। কাল গিরিরাজ সিংহ আসবেন। পরশু নরেন্দ্র মোদী আসবেন। তারপর বাংলার টাকা আসবে।
Comments are closed.