প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে এবার গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রকে ঝাঁজালো আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। বলেন, নোংরা খেলা চলছে। তল্লাশির নামে শাড়ি-কসমেটিক্সের ছবি তুলছে। বিজেপির নোংরা রাজনীতি। কারও বিরুদ্ধে কেউ কিছু বললেই তল্লাশি। সব মন্ত্রীদের বাড়িতে গিয়েই যদি তল্লাশি চালায়, তা হলে সরকার বাদ থাকে কেন।
বিজেপি নেতাদের বাড়িতে কেন তল্লাশি নয়, সে নিয়েও এদিন প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। বলেন, একটাও বিজেপির ডাকাতদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে? একটাই কি বিজেপির মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে? জীবনভর আপনারা ক্ষমতায় থাকবেন না।
এদিন অভিষেক ব্যানার্জি প্রসঙ্গেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অভিষেকের কাছে ১৯৮১-৮২ সালের নথি চাইছে। তখন তো অভিষেকের জন্মই হয়নি।
এদিন বিশ্ব ভারতীর বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন। স্মারক হিসেবে শান্তিনিকেতনে যে ফলক বসানো হয়েছে, তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। এদিন এ নিয়েও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রবীন্দ্রনাথের জন্য হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন। আর আজ বিশ্বভারতী থেকে ওঁর নামই সরিয়ে দিয়েছে। পুজো বলে বিষয়টা নিয়ে পদকক্ষেপ করিনি। শুক্রবার সকাল পর্যন্ত রবীন্দ্রনাথের নাম না ফেরালে সকাল থেকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আন্দোলন করব আমরা।
Comments are closed.