রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কাজের জন্য ‘ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস’ পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। রাজ্যের অসংখ্য পরীক্ষার্থী প্রতি বছর এই পরীক্ষায় বসেন। অনেকে সফল হলেও অনেকেই আবার বহু বার চেষ্টা করেও ব্যর্থ হন। এ ধরণের পরীক্ষায় ঠিকঠাক প্রস্তুতির জন্য এবার একটি অনলাইন কোর্স চালু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সম্প্রতি বিদ্যামন্দিরের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
একটি প্রাইভেট সংস্থার সঙ্গে একযোগে অনলাইনে এই কোর্স চালু করেছে বিদ্যামন্দির। ২০২৪-এর ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াসের পরীক্ষার্থীদের জন্য এই অনলাইন কোচিং চালু করা হয়েছে। প্রিলিমিনারি, মেনস-এর প্রস্তুতি ছাড়াও চূড়ান্ত পর্বের জন্য মক ইন্টারভিউয়েরও আয়োজন করা হবে এই ক্লাসে। অনলাইন এই কোর্স পুরুষ, মহিলা উভয়ই ভর্তি হতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০০টি আসন রয়েছে। কোর্সের ফি ৪০০০ টাকা। কোর্সের ক্লাস চলবে ১০ মাস ধরে। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্র সন্ধ্যে সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত অনলাইনে এই ক্লাস হবে। ২০ নভেম্বর থেকে শুরু হবে ক্লাস। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটে গিয়ে আগ্রহী পরীক্ষার্থীরা কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
Comments are closed.