পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। যা নিয়ে ইতিমধ্যেই বেশ নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যেই এবার বাড়ল রান্নার গ্যাসের দাম। উৎসবের মরশুমে ফের একবার রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।
জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ১০০ টাকার বেশি বাড়ানো হয়েছে ৷ যদিও এর মধ্যে একটি স্বস্তির খবর হল বাড়ির রান্নার গ্যাসের দাম আগের জায়গায় রয়েছে। ওতে কোনও পরিবর্তন হয়নি।
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে দেশের কয়েকটি মহানগরীতে বাণিজ্যিক গ্যাসের দাম কতটা বাড়ানো হয়েছে, তার একটি তথ্য দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতাতেই সব থেকে বেশি বেড়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৩৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৪৩ টাকা। সেখানে, দিল্লিতে ১৮৩৩ টাকা হয়েছে ৷ রাজধানীতে আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৭৩১ টাকা। দাম ১০২ টাকা বেড়েছে ৷ মুম্বইয়ে সিলিন্ডারের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে১৭৮৫.৫০।
Comments are closed.