রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন একাধিক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফার্মাসি বা অর্কিটেকচার কলেজ রয়েছে। সেই কলেজগুলোয় অসংখ্য পড়ুয়া একাধিক টাকা খরচ করে নানান বিষয় কোর্স করছে। কিন্তু এই বিপুল অঙ্কের টাকা খরচ করে পড়ুয়ারা যে কোর্স করছে তা আদৌ ভবিষ্যৎ-এ তাদের কতটা কাজে লাগছে? এবার তাই জানতে বিশেষ একাডেমিক অডিটের নির্দেশ দিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
উচ্চশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই একাডেমিক অডিটের কাজ করবে মৌলানা আবুল কালাম আজাদ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অডিট শেষে সেই রিপোর্ট উচ্চশিক্ষা দফতরের কাছে জমা দিতে হবে।
বিভিন্ন বেসরকারি কলেজে বিপুল টাকা খরচ করে কোর্স করলেও পড়ুয়ারা অনেক সময় কোর্স উপযুক্ত চাকরি পাচ্ছে না। চাকরি পেলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। দীর্ঘদিন ধরেই এরকম একটা অভিযোগ উঠে আসছিল। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের এই পদক্ষেপের জেরে কলেজেগুলো সময় উপযোগী কোর্স করতে উদ্যোগ নেবে, পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে কোর্সগুলোকে আপডেটও করতে পারবে। এমনটাই দাবি, উচ্চ শিক্ষা দফতরের।
Comments are closed.