এতদিন সহযোগিতা করে এসেছি, ভবিষ্যতে যতবার ডাকবে, আসব; ঘন্টা খানেকের মধ্যেই সিজিও থেকে বেরিয়ে বললেন অভিষেক
ইডির তলবে সারা দিয়ে বৃহস্পতিবার ১১টা ৫ মিনিটে নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন অভিষেক ব্যানার্জি। আর এদিন ঠিক ১২টার কিছু পরেই দেখে যায়, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসছেন অভিষেক ব্যানার্জি।
এর আগে কখনও ৮ ঘন্টা, কখনও ৬ ঘন্টা এমনকী ৯ ঘন্টা পর্যন্তও ইডি-সিবিআইয়ের দফতরে কাটিয়েছেন অভিষেক ব্যানার্জি। তাই এদিন ১ ঘন্টার মধ্যে বেরিয়ে আসায় সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরাও বেশ অবাক হয়ে যান। তবে বাইরে এসেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
অভিষেক ব্যানার্জি জানান, ইডি তাঁর কাছে কিছু নথিপত্র চেয়েছিল, তিনি ৬ হাজার পাতার নথিপত্র জমা দিয়ে এসেছেন। ইডির আধিকারিকরা তাঁকে জানিয়েছেন, এত তথ্য দেখতে সময় লাগবে। প্রয়োজন পড়লে তাঁকে আবারও ডেকে পাঠান হবে।
সেই সঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, আমি শুরু থেকে তদন্তে সহযোগিতা করে আসছি। চাইলে আদালতের নির্দেশ মোতাবেক সশরীরে হাজির না থেকে শুধু নথি পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু আমায় নোটিস পাঠিয়ে সশরীরে নথি নিয়ে আসতে বলেছে, তাই নথি জমা দিয়ে গেলাম। ভবিষ্যতে যতবার ডাকবে আসব।
Comments are closed.