এবার দেশের শীর্ষ আদালত চত্বরে খুলছে ক্যাফে। তবে এই ক্যাফের বিশেষত্ব এটি পরিচালনা করবে বিশেষভাবে সক্ষমেরা। শুক্রবার সেই ক্যাফের উদ্বোধন করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
ক্যাফেটি থাকছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজেলাসের সামনেই। ক্যাফেটির নাম রাখা হয়েছে ‘মিট্টি ক্যাফে’। ক্যাফেটির পরিচালনায় থাকছেন বিশেষভাবে সক্ষমেরা। মূলত দৃষ্টিহীন, সেরিব্রাল পলসিতে আক্রান্তরা ক্যাফেটি চালাবেন। ক্যাফের উদ্বোধন উপলক্ষ্যে এদিন একটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানেও বিশেষভাবে সক্ষমরা অংশগ্রহণ করেছিলেন। উদ্বোধন পরে প্রধান বিচারপতি কোর্টের সবাইকে ওই ক্যাফেতে আসতে অনুরোধ করেছেন।
এই ক্যাফেটি মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই বিশেষভাবে সক্ষমদের নিয়ে কাজ করে আসছে। ২০১৭ সাল থেকে সংগঠনটি কাজ শুরু করেছে। সংগঠনটি সারা দেশে ৩৫টি এরকম ক্যাফে খুলেছে। বেঙ্গালুরু বিমানবন্দরেও এরকম একটি ক্যাফে রয়েছে।
Comments are closed.