নিম্নচাপের জের, বুধবার থেকেই একাধিক জেলায় বৃষ্টি! যা জানাল আবহাওয়া দফতর 

দুর্গাপুজো নির্বিঘ্নে কেটেছে। কালীপুজোতেও বৃষ্টির দেখা মেলেনি। উপরন্তু বাতাসে হিমের পরশ। রাত এবং ভোরের দিকে শীতের আমেজ। এই আবহে, ফের একবার বাধার মুখে পড়তে চলেছে শীত। কারণ, নতুন করে একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে ভাইফোঁটার দিন থেকেই আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। 

হাওয়া অফিসের পূর্বাভাস যে সত্যি হতে চলেছে, তা এদিনের আকাশ দেখে এক প্রকার স্পষ্ট। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সংলগ্ন হাওড়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই আরও ঘনীভূত হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে সেটি অবস্থান করবে ওড়িশা উপকূলের। আর যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও। ১৯ নভেম্বর পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে বেশ কয়েকটি জেলা। ১৬ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ১৭ থেকে ১৯ নভেম্বর বৃষ্টি হতে পারে, কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। 

Comments are closed.