অনেকের মুখেই শুনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ জীবন যাপন করেন। তৃণমূল নেত্রী একটি সাধারণ বাড়িতে থাকেন। তবে মুখ্যমন্ত্রীর বাড়িটি যে এত ছোট তা তাঁর ধারণা ছিল না। মুখ্যমন্ত্রী পদমর্যাদার একজনের এত ছোট বাড়ি দেখে তিনি চমকে গিয়েছিলেন। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে এসে এমনটাই জানালেন সলমান খান।
এদিন বক্তব্য রাখতে উঠে বলিউডের ভাইজান বলেন, তিনি নিজেও একটি এক কামরার ফ্ল্যাটে থাকেন। শত্রুঘ্ন সিনহা যখন তাঁর ফ্ল্যাটে গিয়েছিলেন বসতে দিতে পারেননি। একটাই ঘর, কিচেন আর শোয়ার জায়গা। সলমান বলেন, কিন্তু মুখ্যমন্ত্রী যে বাড়িতে থাকেন, সেটি তার থেকেও ছোট।
সলমান জানান, গতবার তিনি কলকাতায় এসেছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন। তখনই তিনি মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে চমকে যান। এতবড় পদে থাকা একজনের বাড়ি কী করে তাঁর বাড়ির থেকে ছোট হতে পারে, এটা ভেবেই তাঁর হিংসে হচ্ছে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল তাঁর দেখা সবথেকে বড় ফিল্ম ফেস্টিভ্যাল বলেও জানান সলমান।
Comments are closed.