বন্ধ হয়ে যাওয়া ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার; ঘোষণা মুখ্যমন্ত্রীর 

জলপাইগুড়িতে ছয়টি মতো চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। বন্ধ চা বাগানগুলো অধিগ্রহণ করবে রাজ্য সরকার। সোমবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেন, জলপাইগুড়িতে ছটি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার। 

রেডব্যাঙ্ক, সুরেন্দ্রনগর, রায়পুর, ধরণীপুর, রিয়াবাড়িতে এই চা বাগানগুলো রয়েছে। দীর্ঘদিন ধরে বাগানগুলো বন্ধ থাকার কারণে বহু চা-বাগান শ্রমিক সমস্যায় পড়েছেন। তাঁদের মুখে হাসি ফোটাতেই এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপশি এদিন মুখ্যমন্ত্রী ফের একবার জানান, চা বাগান শ্রমিকদের জমির পাট্টা দিচ্ছে রাজ্য সরকার। সেই সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি পাট্টা বিলি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। 

Comments are closed.