রোগী বা পরিবারের অনুমতি ছাড়া কাউকে আইসিইউতে ভর্তি করা যাবে না। নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ২৪ জনের বিশেষজ্ঞ দলের পরামর্শ মেনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি আইসিইউতে রোগীকে ভর্তি বা ট্রান্সফার করার বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। একজন রোগীকে কখন আইসিইউতে ভর্তি করা যাবে, কখন নয় তা স্পষ্ট জানানো হয়েছে সেখানে। অনেকক্ষেত্রে অভিযোগ ওঠে, বিল বাড়ানোর জন্য ইচ্ছাকৃত রোগীকে আইসিইউতে ভর্তি করিয়েছেন চিকিৎসকরা। এমনকী, জোর করে আইসিইউতে ভর্তি করানোর অভিযোগও ওঠে।
নির্দেশিকায় জানানো হয়েছে, রোগীর যদি শ্বাসজনিত সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে তাঁকে আইসিইউতে ভর্তি করা যাবে। ইনটেনসিভ কেয়ার জরুরি এমন কোনও গুরুতর রোগের ক্ষেত্রেও আইসিইউতে ভর্তি করা যাবে। এছাড়াও অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা গুরুতর হলে বা বড় কোনও সমস্যা হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা যাবে।
Comments are closed.