বিএসএফ এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে

বিএফএফ বা সীমান্ত রক্ষী বাহিনীর কাজের পরিসর বাড়ানোর বিরোধিতা করে এবার জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। বিএসএফ আইনের ১৩৯ ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা দায়ের করা হয়েছে বলে খবর। আগামী ১৪ ডিসেম্বর হাইকোর্টের প্রধান বিচারপতির এজেলাসে মামলার শুনানি শুরু হবে। 

বিএসএফ আইনের ১৩৯ ধারাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। তিনি তাঁর আবেদনপত্রে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফ-এর এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্ত সংবিধানের ১৪ নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। এদিন আবেদন গ্রহণের পাশাপাশি আদালত জানায়, যেহেতু এই মামলা বিএসএফকে নিয়ে, সেক্ষেত্রে বিএসএফের ডিজি’কে মামলায় যুক্ত করা হোক। 

বিএসএফ-এর কাজের পরিধি বাড়ানো নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে কেন্দ্র রাজ্য সংঘাত। বাহিনীর এক্তিয়ার বাড়ানোর প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব পাস করেছে রাজ্য সরকার। এমনকী মুখ্যমন্ত্রীর চলতি দিল্লি সফরের অন্যতম কারণ বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধি। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লি যাওয়ার আগেও কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেছিলেন, গায়ের জোরে ক্ষমতা দখল করতে দেব না। ওয়াকিবহাল মহলের একাংশের মতে,  বিএসএফ এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্ত এবং তা নিয়ে যে ঘটনাক্রম, এদিনের মামলার জেরে সেটা অন্যমাত্র পেল।  

Comments are closed.