BSF-এর নজরদারি এড়িয়ে কী ভাবে গরুপাচার, অমিত শাহের বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে 

গরুপাচার নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা নিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার এক আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গরুপাচার নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।  

মামালাকারী আইনজীবী রামপ্রসাদ সরকার গরুপাচারের ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আইনজীবীর অভিযোগ, রাজ্যের সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে চলছে গরুপাচার। সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে BSF. কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে কীভাবে হচ্ছে গরুপাচার? মামালাকারী আরও যুক্তি, বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তিনি দায় এড়াতে পারেননা। এতদিন কেনই বা কোনও পদক্ষেপ করলেন না, তা নিয়েও মামালাকারী প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে হাইকোর্টের তরফে অমিত শাহকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। 

গরু পাচার মামলা নিয়ে দীর্ঘ দিন ধরেই রাজনৈতিক তরজা লেগেই রয়েছে। এই মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছে। গরুপাচারে বিএসফের ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই বিএসএফের কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এসবের মধ্যেই জনস্বার্থ মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, এমনটাই মত অনেকের। 

Comments are closed.