করোনার প্রকোপ কমতেই নতুন আতঙ্ক সোয়াইন ফ্লু। ইতিমধ্যেই কলকতায় সোয়াইন ফ্লু আক্রান্ত হয়েছেন এক মহিলা। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
৭০ এর বেশি বয়স্ক ওই মহিলার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। হাওড়ার বাসিন্দা ওই মহিলা। তাঁর ২ টি ফুসফুসেই সংক্রমণ হয়েছে। আপাতত বাইপ্যাক সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। এর আগে, করোনা আতঙ্কে মাঝেই গত বছরের মাঝামাঝি সোয়াইন ফ্লু হানা দিয়েছিল কলকাতায়। জুন মাসে ৩ জন আক্রান্ত হয়েছিলেন। স্বাস্থ্য দফতর পুরো পরিস্থিতির উপর নজর রাখছে।
সোমবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে ডেঙ্গির প্রকোপ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি উত্তরবঙ্গে একদল বিশেষজ্ঞ পাঠানোর নির্দেশ দেন।
Comments are closed.