সোমবার দিল্লির জামনগরে ইডির দফতরে পৌঁছলেন অভিষেক ব্যানার্জি। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১ টা নাগাদই ইডির দফতরে চলে আসেন ডায়মন্ডহারবারে তৃণমূল সাংসদ। জানা গিয়েছে ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি’র আধিকারিকরা।
এদিন ইডির দফতরে প্রবেশের মুখে সাংবাদিকদের অভিষেক জানান, ইডি তাঁকে তলব করেছিল, সেই মতো তদন্তে সহযোগিতা করতে এসেছেন। সবারই উচিত তদন্তে সহযোগিতা করা। তারপরেই তৃণমূল নেতার খোঁচা, কী হচ্ছে সব দেশের মানুষ দেখছেন।
রবিবার কলকাতা ছাড়ার সময় তিনি অভিযোগ করেছিলেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপ। তবে তদন্তের সম্মুখীন হতে তিনি প্রস্তুত। ইডিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মন্তব্য করেছিলেন, তাঁর বিরুদ্ধে যদি ১০ পয়সারও দুর্নীতির কোনও অভিযোগ থাকে, তাহলে তা জনসমক্ষে আনা হোক। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেন, রাজনৈতিক ভাবে লড়াই করতে পারেনি, ভোটে হেরে গিয়েছে তাই এখন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাতে চাইছে।
উল্লেখ্য, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন ইডি নোটিস পাঠায় অভিষেক এবং তাঁর স্ত্রীকে। কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ব্যানার্জিকে ৬ সেপ্টম্বর ইডি দিল্লিতে তলব করে। সেই মতো সোমবার নির্ধারিত সময়ের কিছু আগেই ইডির দফতরে যান অভিষেক ব্যানার্জি।
Comments are closed.