দুর্নীতি থাকলে CBI দিয়ে তদন্ত করুন কিন্তু পাওনা টাকা দিতেই হবে; কেন্দ্রকে সময় বেঁধে দিলেন অভিষেক 

রাজ্যের দাবি দাওয়া নিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছবেন আগেই বলেছিলেন। সেই মতোই বুধবার ২৫ জন তৃণমূল সাংসদকে নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতরে পৌঁছে যান অভিষেক ব্যানার্জি। যদিও এদিন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ। পরে মন্ত্রকের সচিবের সঙ্গে দেখা করে রাজ্যের দাবিদাওয়া নিয়ে সুর চড়ান অভিষেক ব্যানার্জি। 

গ্রামোন্নয়ন মন্ত্রকের অভিযোগ, প্রকল্পের টাকায় দুর্নীতি হয়েছে। তাই টাকা আটকে। এদিন পাল্টা অভিষেক ব্যানার্জি বলেন, দুর্নীতি থাকলে সিবিআই দিয়ে তদন্ত করুন। কিন্তু বাংলাকে বার বার কেন বঞ্চিত করা হবে। তৃণমূল সাংসদের অভিযোগ, সারা দেশের মধ্যে একমাত্র বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। অথচ অসম, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোর নামে অভিযোগ থাকলেও তারা বরাদ্দ পেয়ে যাচ্ছে। এখানেই না থেমে এদিন রীতিমতো সময় বেঁধে দিন তিনি। হুঁশিয়ারির সুরে তৃণমূল সাংসদ বলেন, ১০-১৫ দিনের মধ্যে আমরা মন্ত্রকের কাছ থেকে জবাব চাইছি। সুর চড়িয়ে অভিষেক ব্যানার্জি বলেন, তার পরেও যদি রাজ্য বকেয়া না পায় তবে ১০০ দিনের কাজের টাকা যাঁরা পাননি তাঁদের নিয়ে দিল্লিতে আন্দোলন শুরু করবে তৃণমূল। 

Comments are closed.