সোমে পশ্চিম, মঙ্গলে পূর্ব, দুই মেদিনীপরে সাংগঠনিক বৈঠকে অভিষেক; বললেন, গায়ের জোরে পঞ্চায়েত ভোট নয় 

পঞ্চায়েত ভোটের তোড়জোড় শুরু করে দিল শাসক শিবির। বুথ স্তর থেকে সংগঠন আরও মজবুত করতে জেলায় জেলায় সফর করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সোমবার জঙ্গলমহলের দুই জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। জানা গিয়েছে, বৈঠকে দলের পদাধিকারীদের তিনি সাফ জানিয়েছেন, গায়ের জোরে পঞ্চায়েত ভোট করা যাবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে কোনও রকমের বিশৃঙ্খলা হলে দলের তরফে তা বরদাস্ত করা হবে না। 

সোমবারের পর মঙ্গলবারও সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। জানা গিয়েছে, এদিন দুপুর দুটো থেকে পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। এদিন দুপুর ২ টো থেকে দুটি সাংগঠনিক জেলা নিয়ে তাঁর বৈঠক করার কথা। প্রথমটি তমলুক সাংগঠনিক জেলা এবং দ্বিতীয়টি কাঁথি সাংগঠনিক জেলা। দ্বিতীয় সাংগঠনিক বৈঠক থেকে কী বার্তা দেন অভিষেক সে দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। তবে একাংশের মতে, যাই বার্তা দিক, পঞ্চায়েত ভোট যে স্বচ্ছভাবে করতেই হবে, মঙ্গলবারের বৈঠকে থেকেই এই বার্তা তিনি জেলার নেতাদের দেবেন। 

Comments are closed.