গাড়ি আছে, চালক নেই? অতিমারির কলকাতায় আশার আলো বেহালার শুভেন্দু

কেউ খুঁজছেন অক্সিজেন। কেউ আবার অ্যাম্বুলেন্স। আবার কেউ চাইছেন পাশে এমন একজনকে, যে একটু সাহায্যের জন্য এগিয়ে আসবে। এই সময় সোশ্যাল মিডিয়াই যেন পরিবার। অসহায় মানুষের পাশে দাঁড়াতে অচেনা, অজানা মানুষরা ঝাঁপিয়ে পড়ছেন। ঠিক যেমন পূর্ব বেহালার বাসিন্দা শুভেন্দু সরকার। হাজারো আতঙ্কের মাঝে একটুখানি আশার আলো।

পেশায় শুভেন্দু গাড়ি চালক। তিনি কোভিড আক্রান্ত মানুষের পাশে দাড়াতে নিজের ড্রাইভিং লাইসেন্সের ছবি ফেসবুকে শেয়ার করেছেন। জানিয়েছেন, এই অতিমারিতে কেউ যদি অসুস্থ হয়ে হসপিটালে যেতে চান। কিন্তু কেউ নিয়ে যাতে চাইছে না। যোগাযোগ করুন আমার সঙ্গে।

নিজের ফোন নম্বর দিয়ে দিয়েছেন। TheBenglaStory-কে তিনি জানিয়েছেন। এই কাজের জন্য প্রচারে আসতে চান না। বিপদে মানুষের উপকার করাই একমাত্র লক্ষ্য। কিন্তু এই জন্য নিজের কোনও প্রচার চান না শুভেন্দু।

তিনি জানিয়েছেন, দেখা যাচ্ছে, এই সময় কোভিড আক্রান্তরা অনেক সময় হাসপাতালে যেতে পারছেন না। তাদের কাছে প্রধান সমস্যা হয়ে দাড়াচ্ছে গাড়ি। এই অবস্থা হলে নির্দ্বিধায় যোগাযোগ ক্রিং আমার সঙ্গে। গাড়ি চালাতে পারি। যে হাসপাতালে বলবেন নিয়ে যাবো। এজন্য কাউকেই কোনও টাকা খরচ করতে হবে না। জানিয়েছেন প্রচার বিমুখ শুভেন্দু। এমন কী নিজের ছবিটুকু দিতে চাননি শুভেন্দু, পাছে প্রচারের আলোয় ঢাকা পড়ে যায় আসল উদ্দেশ্য।

শুভেন্দু নিজে একটি ট্রাভেল সংস্থার ড্রাইভার। অতিমারিতে তাদের বেহাল অবস্থা। কাজ কাল থাকবে কিনা নিশ্চয়তা নেই। কিন্তু তাতেও থেমে নেই শুভেন্দু। সংক্রমিত হয়ে পড়ার ভয়কে জয় করে অনিশ্চিত পেশাকে সঙ্গী করে ঝাঁপিয়ে পড়েছেন মানুষের কাজে। চারদিকে এত এত খারাপের মাঝে এই যা ভালো।

Comments are closed.