দিল্লিতে অভিষেক ব্যানার্জি, যোগ দিলেন সাসপেন্ড সাংসদের ধর্ণায় 

সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রাজধানীতে পা রেখেই এদিন তিনি ১২ জন সাসপেন্ড সাংসদের ধর্ণায় গিয়ে যোগ দেন। সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন। 

বাকি দিনের মতো এদিনও সাসপেন্ড হওয়ার প্রতিবাদে ধর্ণায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। ছিলেন, রাজ্যসভার সাংসদ দোলা দেন, শান্তনু মিত্ররা। প্রত্যেকের সঙ্গেই বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক।

সংসদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ চলছে। তৃণমূল সূত্রে খবর, অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি এদিন দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠক করবেন অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে তৃণমূল সাংসদরা উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে অভিষেকের ডাকা বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও জাতীয় স্থরে তৃণমূলের সংগঠন বিস্তার নিয়েও কথা হতে পারে সাংসদদের সঙ্গে। 

উল্লেখ্য বাদল অধিবেশনে সংসদে কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে তৃণমূল সহ ৫ টি দলের মোট ১২ জন রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করা হয়। তালিকায় রোয়েছেন তৃণমূলের দু’জন, কংগ্রেসের ৬ জন, শিব সেনার দু’জন, সিপিএম এবং সিপিআই-এর ১ জন করে সাংসদ। 

Comments are closed.