ফের ত্রিপুরায় অভিষেক ব্যানার্জি। রবিবার ভোরে দেবাংশুদের গ্রেফতারির প্রতিবাদে সকালেই আগরতলায় এসে পৌঁছেছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেন। আর তাঁদের পরে পরেই ত্রিপুরায় এলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেকের এই সফর ঘিরে ইতিমধ্যেই ত্রিপুরায় জোর জল্পনা শুরু হয়েছে। রবিবার ৯.২০ নাগাদ কলকাতা থেকে তিনি রওনা দেন।
এদিকে জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তদের আজই আদালতে পেশ করবে খোয়াই থানার পুলিশ।
শনিবার দুপুর থেকে কার্যত উত্তাল ত্রিপুরা। তৃণমূলের কর্মসূচি ঘিরে তৃণমূল বনাম বিজেপির তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
শনিবার দুপুরে দেবাংশুদের গাড়িতে হামলার ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। সুদীপ রাহা, জয়া দত্তরা আহত হন। বিজেপির দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এদিন অভিযুক্তদের গ্রেফতারির দাবির পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তোলে তৃণমূল। দেবাংশু, সুদীপরা ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের সঙ্গে ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আসিসলাল সিংহ সহ অন্যান্য নেতৃত্বও বিক্ষোভে সামিল হন।
শনিবার সারা রাত অবস্থান বিক্ষোভের পর রবিবার ভোরে তৃণমূল নেতৃত্বকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। অভিযোগ তাঁরা মহামারী আইন ভঙ্গ করেছেন।
এদিন ত্রিপুরা পৌঁছেই বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, আমরা গণ আন্দোলনের শরিক। এভাবে আমাদের উপর হামলা চালিয়ে, গ্রেফতার করে আমাদের মোটেই দমন করা যাবে না।
রাজনৈতিক শিবিরের এক পক্ষের মতে, দেবাংশুদের গ্রেফতারির পর তৃণমূল নেতৃত্বের তড়িঘড়ি এই ত্রিপুরা সফর অত্যন্ত তাৎপর্পূর্ণ।
Comments are closed.