কয়লা কাণ্ডে ফের তলব অভিষেক ব্যানার্জিকে, ২৯ মার্চ হাজিরার নির্দেশ ইডির

কয়লাকাণ্ডে ফের তলব অভিষেক ব্যানার্জিকে। আগামী ২৯ মার্চ অর্থাৎ মঙ্গলবার দিল্লির সদর দফতরে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১০ টার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার অভিষেক ব্যানার্জিকে হাজিরার নির্দেশ দেওয়া হয় দিল্লির ইডির সদর দফতরে। টানা ৯ ঘন্টা জেরা করা হয় অভিষেককে। তিনি জানান, ডাকলে আবার আসব, কিন্তু মাথা নত করব না। অভিষেক বলেন, আমার লুকানোর কিছু নেই। আমার বাড়ি থেকে ১০ কিমি দূরেই ইডির অফিস। কিন্তু আমাকে হেনস্তা করার জন্য ১৫০০ কিমি দূরে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আবার ডাকলে আবার আসব, কিন্তু মাথা নত করব না। এরপর ফের তাঁকে ডেকে পাঠায় ইডি। তবে অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির তলব নিয়ে অভিষেক বলেন, বাড়িতে অন্য কাজ আছে মহিলাদের। আমার ছেলে খুব ছোট। তাঁকে ছেড়ে রুজিরা আসতে পারবে না।

Comments are closed.