Abhishek Banerjee: আইনের ওপর ভরসা আছে, কিন্তু চমকে লাভ নেই! স্ত্রীকে CBI নোটিস নিয়ে ট্যুইট তৃণমূল সাংসদের

তৃণমূলের অভিযোগ, নির্বাচন আসছে বলেই সিবিআইয়ের এই পদক্ষেপ

 

রবিবার দুপুরে কয়লা কাণ্ডে তদন্ত নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দেয় সিবিআই। এদিন দুপুরে সিবিআইয়ের ৫ অফিসার অভিষেকের বাড়িতে গিয়ে এই নোটিস দেন। যদিও সেই সময় রুজিরা ব্যানার্জি বাড়ি ছিলেন না বলে জানিয়েছেন বাড়ির লোক।

এরপরই বিকেল সাড়ে ৪ টে নাগাদ ট্যুইট করে প্রতিক্রিয়া জানান অভিষেক ব্যানার্জি। ট্যুইটে অভিষেক লেখেন, আইনের প্রতি তাঁর আস্থা রয়েছে। কিন্তু কেউ যদি মনে করেন চমকালে তাঁরা ভয় পেবেন তা ঠিক নয়। তাঁরা মাথা নত করবেন না।

তৃণমূলের অভিযোগ, নির্বাচন আসছে বলেই সিবিআইয়ের এই পদক্ষেপ। তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানাচ্ছেন, এটা আগে থেকেই জানা এবং প্রত্যাশিত যে, রাজনৈতিক কারণে সিবিআইকে ব্যবহার করা হয়।

Comments are closed.