‘কথা রাখেনি বিজেপি’, এবার ট্যুইট করে দল ছাড়লেন বনি 

বিজেপিতে যোগ দিয়েছিলেন এক বছরও হয়নি, ট্যুইট করে গেরুয়া শিবিরের সঙ্গে সব সম্পর্ক ছেদ করলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সেই সঙ্গে তাঁর অভিযোগ, যোগদানের সময় বিজেপি তাঁকে যে কথা দিয়েছিল তা রাখেনি। 

মা প্রিয়া সেনগুপ্ত এবং বিশেষ বন্ধু কৌশনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। কৌশনি তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন। ঠিক সেই সময় সবাইকে অবাক করে বিজেপিতে যোগ দেন বনি। যা নিয়ে সেই সময় তমূল হৈচৈ হয়েছিল। তৎকালীন বিজেপি নেতা রাজীব ব্যানার্জির উপস্থিতিতে পদ্ম পতকা হাতে নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান বনি। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিজেপি নেতার হয়ে প্রচারও করতে দেখা যায় বনিকে। 

আরেক অভিনেতা শ্রাবন্তীর মতোই সোমবার ট্যুইট করে বিজেপি ত্যাগের কথা ঘোষণা করেন বনি। ট্যুইটে তিনি লেখেন, বিজেপির সঙ্গে এখন থেকে তিনি সব সম্পর্ক ত্যাগ করেছেন। তাঁর অভিযোগ, বিজেপির তরফে তাঁকে দেওয়া কোনও কথাই রাখা হয়নি। এমনকি বাংলা ছবির উন্নতির জন্যও গেরুয়া শিবির কোনও কাজ করেনি। 

বনির দল ছাড়া নিয়ে এখনও রাজ্য বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Comments are closed.