করোনা গুজবের বিরুদ্ধে সোচ্চার হতে তৎপর ভূমিকা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির
নতুন ভূমিকায় সায়ন্তিকা
মানুষের পাশে থেকে তাঁদের হয়ে কাজ করাই তাঁর জীবনের মূলমন্ত্র। তাই হেরে গিয়েও মানুষের প্রতি কর্তব্য থেকে পিছু পা হননি পরাজিত তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।
করোনা অতিমারির সময় যখন চারিদিকে অক্সিজেনের হাহাকার, তখন বাঁকুড়াবাসীর দুয়ারে তিনি পৌঁছে দিয়েছেন বিনামূল্যে খাবার-অক্সিজেন। এবার নতুন ভূমিকায় সায়ন্তিকা।
করোনা এবং ভ্যাকসিন নিয়ে মানুষকে গুজবের জাল কেটে বেড়িয়ে আসার বার্তা দিলেন সায়ন্তিকা। তাঁর নতুন উদ্যোগ, করোনা ও তার গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
সোমবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সেখানে লেখেন, আসুন করোনা ও তার গুজবের বিরুদ্ধে সোচ্চার হই…।
করোনা কী? তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত, ভ্যাকসিনের উপকারিতা গোটা বিষয়টি বিস্তারিত ভাবে সেই পোস্টে ব্যাখ্যা করেন।
আসুন করোনা ও তার গুজবের বিরুদ্ধে সোচ্চার হই… ✌🏻#WearMaskStaySafe 😷#Covidsafety #CoronaIndia #Covid19 #CovidVaccine pic.twitter.com/gnr5c1BGm8
— Sayantika Banerjee (@sayantika12) May 31, 2021
রাজনীতির জগতে পা রাখা ২১ এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী হিসেবে। হেরে গেলেও মন থেকে মুছতে পারেননি বাঁকুড়াবাসীর ভালোবাসা। সেই ভালোবাসার টানে, করোনা মোকাবিলায় সেখানকার মানুষের পাশে দাড়ালেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।
Comments are closed.