জামিন পাওয়ার পর ফের গ্রেফতার করা হল তৃণমূল জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে। যা নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। পুনরায় গ্রেফতারির তীব্র নিন্দা করে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, শুক্রবারই তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল গুজরাত যাচ্ছে।
মোরবি সেতু বিপর্যয় নিয়ে গুজরাত প্রশাসনের তীব্র নিন্দা করে একটি ট্যুইট করেছিলেন সাকেত। যার জেরেই মঙ্গলবার জয়পুর থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কোর্ট থেকে জামিন পান সাকেত। কিন্তু বৃহস্পতিবার রাতেই ফের তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। রাতে মুক্তির পর তিনি যখন আমেদাবাদ সাইবার ক্রাইম থানা থেকে বেরোচ্ছিলেন তখনই অন্য একটি মামলায় ফের তাঁকে গ্রেফতার করেছে। গ্রেফতারি নিয়ে ক্ষুব্ধ সাকেত জানিয়েছেন, মোরবি সংক্রান্ত একটি মামলায় আমাকে ফের গ্রেফতার করা হয়েছে। মোদীর রাজ্যে এভাবেই বিরোধীদের আটকে রাখা হয়।
আর দলের জাতীয় মুখপাত্রের গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, মোরবি সেতু বিপর্যয় নিয়ে এখনও কাউকে গ্রেফতার করতে পারল না গুজরাত পুলিশ। অথচ একের পর এক ভুয়ো মামলা দিয়ে আমাদের দলের মুখপাত্রকে আটকে রাখা হচ্ছে। সাকেতের গুরুতর হৃদরোগেরও সমস্যা আছে। ওঁর স্বাস্থ্য নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন।
সাকেতের গ্রেফতারির প্রতিবাদ করে শুক্রবারই মোরবি থানায় যাচ্ছে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। রাজ্যসভা থেকে প্রতিনিধি দলে রয়েছেন, সাংসদ দোলা সেন এবং শান্তনু সেন। লোকসভারও তিন সাংসদ খলিলুর রহমান, অসিত কুমার মাল এবং সুনীল মণ্ডল এদিন গুজরাত যাচ্ছেন
Comments are closed.