বৈঠকের পরেও মিলল না সমাধান সূত্র, বাড়ছে না বাসের ভাড়া

বাড়ছে না বাস ভাড়া। নবান্ন সূত্রে এমনটাই খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন ১ জুলাই থেকে রাস্তায় নামবে সরকারি বেসরকারি সব বাস। কিন্তু যাত্রী সংখ্যা থাকবে ৫০%।

কিন্তু ভাড়া না বাড়লে কম যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাস সংগঠনের মালিকরা। সোমবার বাস সংগঠনের মালিকদের সঙ্গে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপর ফিরহাদ হাকিম দেখা করেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে। জানা যায় বাড়ছে না বাস ভাড়া।

সাংবাদিক বৈঠক করে বাস সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়, পেট্রোল-ডিজেলের ভাড়া যেভাবে বাড়ছে, তাতে আগের বাড়ায় বাস চালানো সম্ভব নয়।

অন্যদিকে সরকারের তরফে অক্টোবর পর্যন্ত রোড ট্যাক্স মকুব করা হয়েছে। ২০২৯ সালে লকডাউনের পরেও বাস ভাড়া না বাড়লে বাসের চাকা গড়াবে না বলে জানিয়ে দিয়েছিল বাস সংগঠন। কিন্তু দেখা যায় বিভিন্ন বাসগুলি নিজেদের ইচ্ছামতন বাড়া বাড়িয়ে নিয়েছিল। ওই নিয়ে কোনও কোনও যাত্রী প্রতিবাদ করলেও অনেকেও ওই ভাড়া দিতেই বাধ্য হয়েছিলেন।

Comments are closed.