বিকেল ৫ টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭, নজরবন্দি অনুব্রত মণ্ডল, আদালতে যাবেন?

২৯ তারিখ বীরভূমে ভোট। আর তার আগে মঙ্গলবার ফের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার সিদ্ধান্ত কমিশনের।

মঙ্গলবার ২৭ এপ্রিল বিকেল পাঁচটা থেকে ৩০ এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত কমিশনের নজরদারিতে থাকবেন অনুব্রত। নজরদারি চলাকালীন অনুব্রত মণ্ডলের প্রতিটি গতিবিধি ভিডিওগ্রাফি করা হবে। তিনি কখন কোথায় যাচ্ছেন, কী করছেন সব নথিভুক্ত করে রাখার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তার জেরেই ভোটের সময় তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নজরবন্দি করে রাখার সিদ্ধান্ত।

ভোটের দিন অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রাখা অবশ্য নতুন কিছু না। কিন্তু এবার তাঁকে নজরবন্দি করলেই আদালতে যেতে বলেছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। মমতা বলেছিলেন, প্রতিবার ভোটের আগে কেষ্টকে গৃহবন্দি করে কমিশন। এবার একই কাজ করতে এলে কোর্টে যাবে। এখন দেখার কমিশনের নজরবন্দি নির্দেশের পর কী করেন অনুব্রত মণ্ডল।

Comments are closed.