ফের সেরার সেরা, শিক্ষায় ভালো কাজ, ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্য

শিক্ষায় বড় প্রাপ্তি বাংলার। স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর। ‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০২১’ ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে ভালো কাজের জন্য বাংলার শিক্ষা দফতর স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজ্যকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ১৮-ই জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যকে। ‘স্কচ’ অ্যাওয়ার্ড পাওয়ার খবরে খুশি রাজ্যের শিক্ষা দফতর।

রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দুটি বিভাগই এই পুরস্কার পেয়েছে। করোনা অতিমারিতে ভালো কাজ করেছে বাংলার শিক্ষা এবং পর্যটন দফতর। করোনাকালে পড়ুয়াদের জন্য ভালো কাজ করেছে রাজ্য সরকার। তাই বাংলার শিক্ষা দফতর এই পাচ্ছে। রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাই এই পুরস্কার আনতে ১৮ জুন দিল্লি যাওয়ার কথা ব্রাত্য বসুর।

এর আগেও রাজ্য একাধিক বিভাগে ভালো কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। ২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ডঃ শশী পাঁজা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের হয়ে রাজ্যের জন্য এই পুরস্কার পেয়েছেন। গত বছর মোট ৪ টি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা। এরমধ্যে একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দুটি সিলভার আওয়ার্ড ছিল। গ্রামীণ এলাকায় অনলাইনের ট্রেড লাইসেন্স প্রদানের জন্য সিলভার আওয়ার্ড পায় বাংলা। গোল্ড আওয়ার্ড পেয়েছে শহুরে এলাকায় অনলাইনে সার্টিফিকেট নবীকরণ পরিষেবার। প্ল্যাটিনাম আওয়ার্ড এসেছে শিল্পসাথী প্রকল্পের জন্য। আরেকটি সিলভার আওয়ার্ড এসেছে ই- নথিকরণের বিভাগের জন্য।

Comments are closed.