বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল, আক্রমণ অমিত শাহের, সব তোলা আছে ভিডিওতে, পাল্টা তৃণমূল

বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল। নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে অভিযোগ বিজেপি সভাপতি অমিত শাহের। শান্তিপূর্ণ রোড শোয়ের উপর তিনবার তৃণমূলের লোকেরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ অমিত শাহের। তাঁর দাবি, সিআরপিএফ না থাকলে বেঁচে বেরোতে পারতাম কিনা সন্দেহ।

অমিত শাহের অভিযোগ, হাঙ্গামার পরও বিদ্যাসাগরের মূর্তি অবিকৃত অবস্থায় ছিল। তারপরই তৃণমূলের গুন্ডারা মূর্তিতে ভাঙচুর চালায়। তাঁর প্রশ্ন, কলেজের গেট বন্ধ ছিল। বাইরে রাস্তায় ছিল বিজেপি কর্মীরা আর ভিতরে তৃণমূল। মূর্তি ছিল বন্ধ ঘরে। তাহলে তালা খুলল কে? ভোটের স্বার্থেই তৃণমূল মূর্তি ভেঙেছে বলে অভিযোগ অমিত শাহের।

বিজেপি সভাপতির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, যা যা ঘটেছে তার সব ছবি ও ভিডিও আছে। নির্দিষ্টভাবে মামলা করা হয়েছে। বিজেপির বহিরাগত গুন্ডারাই এই কাজ করিয়েছে বলে দাবি তৃণমূলের।

Comments are closed.