ভারত বনধ মিটতেই কৃষক নেতাদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

ভারত বনধ মিটতেই কৃষক নেতাদের বৈঠকে ডাকলেন অমিত শাহ। বুধবার সরকারের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে এই বৈঠক ঘিরে জল্পনা দানা বেঁধেছে। কী বার্তা দেবেন অমিত শাহ? 

কৃষক সংগঠনের নেতাদের আলোচনায় ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মঙ্গলবার সন্ধে সাতটায় বৈঠক ডেকেছেন তিনি৷ এদিকে বুধবারই কৃষকদের সঙ্গে ষষ্ঠ দফার আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার। 

কয়েক সপ্তাহ ধরেই নয়া কৃষি আইন নিয়ে উত্তেজনার পারদ উঠছিল। এদিনের ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়েছে অধিকাংশ বিরোধী দল৷ দেশ জুড়ে বনধের যথেষ্ট প্রভাব পড়েছে৷ কিছুদিন আগেই কৃষকদের আন্দোলন নিয়ে সমস্যা সমাধানে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, নরেন্দ্র সিং তোমর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, “আমার কাছে একটি ফোন এসেছিল৷ অমিত শাহ একটি বৈঠক ডেকেছেন৷ সন্ধে সাতটায় বৈঠকে যোগ দিতে যেতে বলা হয়েছে৷”

গত শুক্রবার কেন্দ্রের সঙ্গে শেষবার বৈঠকে বসেছিলেন কৃষক নেতৃত্ব। কিন্তু ৭ ঘণ্টার বৈঠকে মেলেনি সমাধানসূত্র। অমিত শাহের ডাকা বৈঠকে মিলবে কি? এখন সেটাই দেখার।

Comments are closed.