পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে নবান্নে আসছেন অমিত শাহ, আলাদা করে বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গেও! 

পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নবান্নের ওই বৈঠকের আগে অথবা পরে আলাদা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও তাঁর কথা হতে পারে। প্রশাসনিক মহলে তেমনটাই জল্পনা ছড়িয়েছে। 

পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে যোগ দিতে ৫ নভেম্বর কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পূর্বাঞ্চল পরিষদের সভাপতি তিনি এবং সহ সভাপতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই বৈঠকে তাঁরা উপস্থিত থাকবেন এটা প্রায় নিশ্চিত। কিন্তু বৈঠকের আগে বা পরে তৃণমূল নেত্রীর সঙ্গে পৃথক বৈঠক করলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হবে, এমনটাই অনেকের মত। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যেখান একে ওপরের প্রবল প্রতিপক্ষ। 

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, সন্ত্রাস দমনে প্রতিটি রাজ্যেই এনআইএ শাখা খুলতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে এখনও কেন্দ্র বনাম রাজ্য লড়াই তুঙ্গে উঠেছে। তার পরেই মমতা-শাহ বৈঠক হলে এই বিষয় কোনও কথা হয় কিনা তা নিয়েও উৎসক রাজনৈতিক মহল। 

এদিকে নবান্ন সূত্রে খবর, পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী সহ আরও অনেক হেভিওয়েট রাজনীতিক উপস্থিত থাকতে পারেন। অতিথিদের কী উপহার দেওয়া হবে, তা নাকি নিজে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অতিথিদের আপ্যায়ন, নিরাপত্তা ইত্যাদি নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নবান্নে একটি বৈঠক করেছেন।

Comments are closed.