রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কলকাতায়। দুপুরে শহিদ মিনার ময়দানে বিজেপির এক সভায় তিনি ভাষণ দেবেন। মূলত নয়া নাগরিকত্ব আইনের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথা তাঁর ওই সভায়। কিন্তু রাজ্য বিজেপির দাবি, রবিবার ময়দানের সভা থেকেই অমিত শাহ আসন্ন পুরভোটের দামামা বাজিয়ে দেবেন। বিজেপির রাজ্য নেতারা তেমনটাই চান। শুক্রবার ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোপের মুখে পড়তে হয়নি। বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না বলে সে সব নিয়ে তিনি কোনও কথা তোলেননি, এমনটাই দাবি মমতার। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুবনেশ্বরে মমতার একান্তেও কোনও কথা হয়নি সিএএ নিয়ে। রাজ্য বিজেপির নেতারা চান, রবিবারের সমাবেশে অমিত শাহ তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করুন নয়া নাগরিকত্ব আইন, এনআরসি এবং এনপিআর নিয়ে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও রাজ্যকে বিঁধুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই চান দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়রা। শুক্রবারের ভুবনেশ্বরের বৈঠক, গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সময় রাজভবনে নরেন্দ্র মোদীর একান্ত সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে বিরোধীরা তৃণমূল-বিজেপির সমীকরণ নিয়ে নানা কথা বলছেন। তাতে বিজেপির রাজ্য নেতারা বেশ অস্বস্তিতে পড়েছেন। সেই অস্বস্তি কাটাতেই দিলীপ, মুকুলরা চান, ময়দানের সভা থেকে অমিত শাহ তৃণমূলকে কড়া আক্রমণ শানান। পুরভোটের প্রচারের সুরও বেঁধে দিয়ে যান তিনি।
বিজেপি সূত্রের খবর, পুরভোটের আগে ‘আর নয়, আর নয়’ স্লোগান দিয়ে রাজ্যের প্রচার শুরু করতে চায় বিজেপি। রবিবার অমিতের সভামঞ্চ থেকেই ওই স্লোগানের সূচনা হবে। সেখান থেকে ওই স্লোগান, প্রচারের জন্য পাঁচটি গানের অডিয়ো এবং ভিডিয়ো প্রকাশ করা হবে তাঁর হাত দিয়ে। লোকসভা ভোটের প্রচারের সময় বাবুল সুপ্রিয়র একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল। পুরভোটেও সেরকম কিছু করতে চাইছে বিজেপি।
Comments