যাচ্ছেন না সিবিআই দফতরে, চিঠি দিয়ে সময় চাইলেন অনুব্রত

বীরভূমের ভোটের দোরগোড়ায় সিবিআই গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর এক সহযোগীকে তলব করে

কিডনির সমস্যা রয়েছে, করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে বেরোবেন না। তাই সিবিআই দফতরে মঙ্গলবার হাজিরা দিচ্ছেন না অনুব্রত মন্ডল। তিনি সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন বলে জানা গিয়েছে।

বীরভূমের ভোটের দোরগোড়ায় সিবিআই গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর এক সহযোগীকে তলব করে। ডেকে পাঠানো হয় কলকাতার নিজাম প্যালেসে।

অনুব্রতর ওই সহযোগীও এদিন সিবিআইকে জানিয়েছেন, তাঁর বাড়িতে কয়েকজন সদস্য করোনা সংক্রমিত হওয়ায় তিনি এখন হোম আইসোলেশনে। এখন হাজিরা দিতে পারবেন না।

২৯ এপ্রিল বীরভূমে ভোট। আর ২৬ এপ্রিল অনুব্রত এবং তাঁর সহযোগীকে সিবিআই নোটিস দেয়। ভোটার ঠিক মুখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল। সিবিআই নোটিস প্রসঙ্গে মমতা বলেন, ২৯ তারিখে বীরভূমে ভোট তাই অনুব্রতকে ডেকেছে। আমি ওঁকে সিবিআই দফতরে যেতে বারণ করেছি। সেই সঙ্গে তিনি ফের একবার অভিযোগ করেন, বিজেপি এজেন্সি লাগিয়ে নির্লজ্জভাবে ভোটে জিততে চাইছে।
এদিকে সিবিআই কর্তারা বলেন, তদন্তে অনুব্রতর নাম উঠে এসেছে তাই তাঁকে তলব।

Comments are closed.