পুজোর উদ্বোধনে কলকাতায় আসছেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর উদ্বোধন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। সজল ঘোষের নেতৃত্বে হওয়া সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ছাড়াও সল্টলেকের আরও দুটি পুজো উদ্বোধনের কথা আছে অমিত শাহের। এরমধ্যে একটি পুজো সল্টলেকের। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতার পুজোর উদ্বোধনে আসার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন খোদ অমিত শাহ।
কেন্দ্রীয় মন্ত্রীকে পুজো উদ্বোধনে আসার জন্য রাজ্য বিজেপির তরফে অনুরোধ করা হয়েছিল। নিয়ম মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদনপত্র পাঠানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে সম্মতি দিয়েছে বলেই বিজেপি সূত্রের খবর। উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ার এই বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’কে তুলে ধরবে।
এর আগেও ২০২০ সালে কলকাতায় পুজোর উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ। সল্টলেকের বিজে ব্লকের পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। এরপর ফের পুজোর উদ্বোধনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। বিজেপি সূত্রের খবর, মহালয়ার দিন দিল্লি থেকে বিজেপির একটি প্রতিনিধিদল আসবে। যে যে জায়গায় অমিত শাহ-র যাওয়ার কথা সেইসব জায়গা ঘুরে দেখবে প্রতিনিধি দল। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়া বা চতুর্থীতে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এ বছরে দুর্গাপুজোর উদ্বোধন। তবে এদিন উত্তর কলকাতা ও সল্টলেকের হাতেগোনা কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে সল্টলেকের এফডি ব্লক, লেকটাউনের শ্রীভূমি ও উত্তর কলকাতার টালা প্রত্যয়।
Comments are closed.