বড় চমক তৃণমূলের, আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন, বালিগঞ্জ থেকে লড়বেন বাবুল 

১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। বালিগঞ্জ এবং আসানসোল দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় বড় চমক দিল তৃণমূল। বিশেষ করে আসানসোল আসনের ক্ষেত্রে প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। অভিনেতা তথা রাজনীতিক শত্রুঘ্ন সিনহা আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ না দিলেও একাধিকবার মমতা ব্যানার্জির সমর্থনে তিনি মুখ খুলেছেন। বাবুলের ছেড়ে যাওয়া আসনে এবার তাঁকে প্রার্থী করল তৃণমূল। পর্যবেক্ষকদের মতে জাতীয় রাজনীতির পরিসরে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। 

এদিকে সুব্রত মুখার্জির অকাল প্রয়াণে বালিগঞ্জ কেন্দ্রটি খালি ছিল। সেখান থেকে তৃণমূল বাবুল সুপ্রিয়র নাম ঘোষণা করেছে। রবিবার দু’জনের নাম ঘোষণা করে ট্যুইট করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। 

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। কলকাতা পুরভোটের আগে বাবুল মেয়র হতে পারে এমনটা একটা জল্পনা শুরু হয়। পরে তাঁর মন্ত্রীসভায় আসা নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। বাবুলকে উপনির্বাচনে প্রার্থী করার পর থেকেই সেই জল্পনা পুনরায় দানা বেঁধেছে। 

Comments are closed.