লক্ষীর ভাণ্ডারে মহিলারা সুবিধার্থে ব্যাঙ্ক খোলার সময়সীমা বাড়ানোর ঘোষণা মমতা ব্যানার্জির

লক্ষীর ভাণ্ডারের জন্য মহিলারা ব্যাঙ্কে যাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলছেন। তাই রাজ্যে বাড়ছে ব্যাঙ্ক খোলা থাকার সময়সূচী। বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

বুধবার পানাগড়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা। এখন করোনা পরিস্থিতিতে ব্যাঙ্ক খোলা থাকছে সকাল ১০ টা থেকে বেলা ৩ টে পর্যন্ত। কিন্তু এরফলে সমস্যায় পড়ছেন অনেকে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সমস্যায় পড়ছেন মহিলারা। কারণ এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মহিলাদের নিজের নামে আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। আর সেই অ্যাকাউন্ট খুলতে গেলে লম্বা লাইন দাঁড়িয়ে থাকতে হচ্ছে মহিলাদের। তাই ব্যাঙ্ক খোলা থাকার সময়সীমা বেঁধে দিলেন মমতা ব্যানার্জি।

উল্লেখ্য, কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা। আলাদা অ্যাকাউন্ট খোলার সমস্যা সমাধানের জন্য ওয়ার্ডগুলি নিজেরাই উদ্যোগ নিয়ে ব্যাঙ্কে পৃথক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। অনেক মহিলা সেই অ্যাকাউন্ট নম্বর জমা দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

Comments are closed.