রামপুরহাট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর 

তৃণমূলের উপপ্রধান খুন এবং তারপরে রামপুরহাটের বকটুই গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। হাইকোর্ট এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করুক এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য বিজেপির লিগাল সেল। জানা গিয়েছি, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে কোনও সিদ্ধান্ত না নিলেও বিজেপিকে মামলা করার অনুমতি দিয়েছে। বুধবার আদালতে মামলা দায়ের করবে রাজ্য বিজেপি। 

এদিকে রামপুরহাটের ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপালকে ট্যাগ করে তিনি ট্যুইটে অভিযোগ করেন, পশ্চিবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সেই সঙ্গে বিরোধী দলনেতার আরও চাঞ্চ্যকর অভিযোগ, অগ্নিকাণ্ডের পর মৃতের সংখ্যা কম দেখানোর চেষ্টা করা হচ্ছে। 

প্রসঙ্গত সোমবার তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে খুন করে একদল দুষ্কৃতী। তারপরেই রামপুরহাটের বকটুই গ্রামে ৮ থেকে ১০ টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। গ্রামবাসীদের দাবি, আগুন লাগিয়েছে নিহত নেতার অনুগামীরা। যদিও তৃণমূলের মুখপাত্রের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। স্থানীয় পাড়ায় পাড়ায় বিবাদের জেরেই এই নারকীয় ঘটনা। ইতিমধ্যেই রাজ্যের তরফে সিট্ গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

Comments are closed.