এই রাজ্যে চাকরি করতে গেলে বাধ্যতামূলক বাংলা ভাষা, জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি

সরকারি চাকরির জন্য বাধ্যতামূলক বাংলা ভাষা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মালদায় প্রশাসনিক বৈঠক থেকে মমতা ব্যানার্জি জানান, অন্য রাজ্যের কেউ বাংলা ভাষা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়। তাই বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় ভাষাকেই গুরুত্ব দিতে হবে।

এদিন মমতা ব্যানার্জি আরও জানান, কেন্দ্র রাজ্যের সঙ্গে বঞ্চনা করলেও রাজ্যের উন্নয়ন থেমে থাকেনি। মালদায় কর্মসংস্থানে জোর দেওয়ার কথা জানিয়ে মমতা বলেন, যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে।

এদিন মুখ্যমন্ত্রী বিধায়ক, পঞ্চায়েত, জেলা পরিষদের সদস্যদের উদ্দেশে মানুষকে সাহায্য করুন। কাজ করতে গিয়ে যাতে ঘোঁট না পাকিয়ে যায় সেইদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন মাথার উপর সরকার আছে। কিছু ভুল হলে আপনারা সরকারি প্রতিনিধিকে ভালো করে বলবেন ভুল হয়েছে। ভাল কথায় অনেক কিছু হয়। প্রকল্পের কাজ ঠিকমতন করার নির্দেশ দেন তিনি। বলেন, ১ থেকে ১০ জানুয়ারি এবং ২০ থেকে ৩০ জানুয়ারি ফের দুয়ারে সরকার প্রকল্প হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Comments are closed.