গোটা টলিউড জুড়ে চলছে বিয়ের সমারোহ। দেবলীনা গৌরবের বিয়ের আসর শেষ হতে না হতেই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলি পাড়ার আরেক অভিনেত্রী। আগামীকাল বিয়ের পিড়িতে বসছেন টেলি অভিনেত্রী লাবনী ভট্টাচার্য।
বিয়ের আগেই আজ ভদ্রেশ্বরের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আইবুড়ো ভাত খেলেন লাবনী। করোনা আবহে তেমন করে কোন লোকজন ডাকা না হলেও শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই লাবনীর বিয়ের সমস্ত অনুষ্ঠান হচ্ছে।
অভিনেত্রী নিজেই জানিয়েছেন বিয়ে জিনিসটা প্রথম থেকেই তার কাছে স্বপ্নের মতো ছিলো। করোনা আবহে তেমন করে কোন জাকজমক পার্টি না হলেও নিয়েম করেই আগামিকাল বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই অভিনেত্রী। শোনা গিয়েছে অভিনেত্রীর হবু বর পেশায় ডবলুবিএসসি এক্সিকিউটিভ।