ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়েছেন বাংলার কন্যা মহাশ্বেতা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়েছেন বাংলার কন্যা। পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ৮০০ জনেরও বেশি পড়ুয়াকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে এনেছেন। বিগত চার বছর ধরে একটি বেসরকারি ভারতীয় বিমান সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।

২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অবধি বিমানে করে কয়েকশো ভারতীয় পড়ুয়াদের ঘরে ফিরিয়েছেন তিনি। পেশায় বিমানচালক মহাশ্বেতা এখনও পর্যন্ত ৬ বার ইউক্রেনের সীমান্ত থেকে ভারতীয়দের নিয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে পোল্যান্ড থেকে চারবার এবং হাঙ্গেরি থেকে দুবার তাঁর বিমান ভারতের পথে এসেছে। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে ভারত সরকারের অপারেশন গঙ্গার কর্মসূচীর সদস্য ছিলেন ২৫ বছর বয়সী মহাশ্বেতা। নিজের খাওয়া ভুলে দিনে ১৩-১৪ ঘণ্টা বিমান চালাতে হয়েছিল তাঁকে। অপারেশন গঙ্গায় প্রথমে ছিল শুধুমাত্র এয়ার ইন্ডিয়া। এরপর সেখানে অংশ নেয় ইন্ডিগো এবং স্পাইসজেট।

তিনি জানান, আমার এয়ারলাইন থেকে গভীর রাতে একটা ফোন আসার পরেই দুই ঘণ্টার মধ্যে জিনিসপত্র নিয়ে চলে যাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান আকাদেমি থেকে স্নাতক হন মহাশ্বেতা চক্রবর্তী। কোভিডের সময় বন্দে ভারত মিশনে অংশ নিয়েছিলেন তিনি। বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে এসেছিলেন তিনি। প্লেনে ভ্যাকসিন আনার কাজেও সাহায্য করেছিলেন মহাশ্বেতা।

Comments are closed.